এ কেমন তুমি
আদনান সামি রাজন
হাঁচি দিলে নাকি চোখ মুখ হার্টবিট বন্ধ হয়ে যায়
আচ্ছা, তুমি কত ডিগ্রি কোণে হাঁচি দাও?
ঘুম নাকি মনে প্রশান্তি নিয়ে আসে,
আচ্ছা, তুমি কোন কাত হয়ে ঘুমাও?
মেয়েদেরকে ঘুমে নাকি অপূর্ব সুন্দর লাগে,
ওহে শুচিস্মিতা, তুমি কি ঘুমেও হাসো?
রাতে ঘুমাও না কেন ?
রাতে যদি ঘুমাও, তবে আমার স্বপ্নে কি করো?
পূর্বের জনমে কি কোকিল ছিলে?
নইলে তুমার কন্ঠ কেন কোকিলের মত মধুর লাগে?
তুমি কি রক্ত গোলাপের চাষ কর?
তুমার গায়ের গোলাপের ঘ্রাণে মুগ্ধ হই কেন?
যখন তোমার পাশে বসি, জাফরানি রঙা ঠোঁটে বিমোহিত হই,
তুমি কি ইরানের জাফরান বনে জন্মেছিলে?
এ কেমন তুমি?
সামাজিক যোগাযোগ মাধ্যম