বকুল
আদনান সামি রাজন
বকুল তুমার ভীষণ প্রিয়, তুমি শুধু বকুল চাইতে,
ভাবতাম আমি, বকুলের ভেতর অল্পসল্প আমিও থাকি,
বকুল সাথে প্রেম মিশিয়ে, মালা সাজায় রাখি।
মালার ভেতর খানিক না হয় মনটা থাকুক,
ফুলের ছোঁয়ায় অল্প না-হয় আমায় পোষোক.।
কাঁন্না এলে, একলা রাতে স্তব্ধ কাঁদি,
বকুল কি তা জানে, একলা কাঁদার মানে?
যখন তখন মন খারাপে, তপ্ত দুপুর, সন্ধ্যে গহীন রাতে,
কষ্ট আমার, বাড়ুক কমুক বকুলের কি বা তাতে?
তবু তুমি বকুল চাইতে, সুবাস তাজা ফুল,
বকুল সাথে মনকে দিতাম, স্নিগ্ধ, নির্মল।
শুভ্র বকুল সুতায় বুনি প্রতি ক্ষণে
মন জমিনের জায়গা জুরে সঙ্গোপনে,
বুক পকেটে বকুল ছিল ,বিকেল ছিল সাথে,
তুমি শুধু বকুল চাইতে, স্নিগ্ধ বিকেল বাদে।
শুকনো মলিন বকুল ফেলে ভুলে তার আদর
বুকে এসো, বকুল ঘ্রাণে বিমোহিত ঘর।
সামাজিক যোগাযোগ মাধ্যম