Type Here to Get Search Results !

তেষ্টা

 জ্বরের ঘোরে প্রলাপ বইক্যা যাই,   

তুই তো আর আমার কাছে নাই!  

মনের কথা কইতে গিয়াও ডরাই,   

মনের থিকা ক্যামনে তরে সরাই?  

আমার থিকা তরে কাইড়া নিবার যত ষড়যন্ত্র,  

 আমিও তো জানি তরে ফিরাইয়া আনার মন্ত্র  

ভালোবাসি তরে আকাশসমান,   

চোখে আদর দিলাম,   

চোখজোড়া তর তুলবি না ক'কার‌ও জন্যি নিলাম!  

মাতাল লাগে, অসাড় লাগে, তরে দেহার তেষ্টা,  

 আয় জলদি, দেইখা যা রে,   

ফুরায় আমার শেষ'টা!  

কবিতা লিখি তরে ভাইবা, তরে ভাইবাই গান,  

 আয় একবার, দেইখা তরে জুড়াই আমার প্রাণ।